সদরপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন বাজারের নিম্ম আয়ের দোকানীদের মাঝে ত্রান বিরতণ কার্যক্রম ও গণসচেতনতা শুরু করেছেন সদরপুর উপজেলা প্রশাসন।রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে নিম্ম আয়ের দোকানীদের মাঝে ত্রান বিতরণ এবং তাদের মাঝে করোনা ভাইরাস বিষয়ে গণসচেতনা সৃষ্টি বিষয়ে অবহিত করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার। করোনা ভাইরাসের দুর্যোগকালে বাজারে ক্রেতা শূন্য থাকায় নিম্ম আয়ের দোকানীরা অসহায় হয়ে পড়ে। হতদরিদ্র দোকানীদের কথা বিবেচনা করে তাদের মাঝে প্রশাসনের অফিসার্স ক্লাবের উদ্যোগে চাল,ডাল,লবন ও তেল,সাবান দেওয়া হয়। শুরুতে ৫০টি দোকানদারের মাঝে এান দেওয়া হয়েছে। জানাগেছে, করোনা ভাইরাসের কারনে সদরপুর উপজেলার মাক্স সংকট দেখা দেয়। তৎপরিপ্রেক্ষিতে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সেপটোসফোর এর সহযোগিতায় স্বপ্ল মূল্যে মাক্স বিক্রয় কার্যক্রম শুরু করে উপজেলা প্রশাসন। মাক্স বিক্রয়ের লভ্যাংশ দিয়ে গরীব ও অসহায় পুজিবিহীন দোকানীদের মাঝে এ এান বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার জানান, করোনা ভাইরাসের আতংঙ্কে বাজারে ক্রেতা শূন্য রয়েছে। প্রতিদিন বাজারে যে সব নিম্ম আয়ের মানুষ প্রতিদিনের আয় দিয়ে সংসার চালাতো তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। তাদের চরম অসহায় জীবনের কথা বিবেচনা করেই এ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Leave a Reply