সুইম চোকদার ঃ থানায় অভিযোগ সূত্রে জানা যায়, খেলাকে কেন্দ্র করে ও পূর্বের শত্রæতার জের ধরে বিবাদী ১।মো: জহুরুল (২৪), পিং-মো:জলিল ফকির,২।মো:রুহুল(২৩) পিং মো:আরব আলী, ৩।মো:পিয়াস(৩০),৪।মো:আকাশ(২৫),উভয় পিং-মো:তোতা,৫। মো:জুয়েল(৩৫),পিং-মো:নাগর,৬।মো:শাওন(২০),পিং-নান্নু ঠাকুর,৭।মো:রনি(২০),পিং-চুন্নু ঠাকুর,৮।মো:টুটুল(২০),পিং-মো:আ:সালাম,৯।মো:নান্টু(২৪)পিং-অজ্ঞাত ১০।মো:মিঠুন(২৮),পিং-মো:জামাল,সর্ব সাং-মধ্য ভাষানচর ,ইউপি-অম্বিকাপুর, থানা-কোতয়ালী জেলা- –ফরিদপুরগন সহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন লোক গত ইং ১৯/০৬/২২ তারিখ রাত আনুমানিক ১০:৩০ মিনিটের সময় ভাষানচর তালতলা শহিদের মুদির দোকানের সামনে আহত বাবু শেখ,পিং-মৃত:ইউনুস শেখ, ভাষানচর, তার নিজ বাড়িতে ফরিদপুর আলী পুর হইতে ইজি বাইকে করে সা: যাত্রী সাথে আসিতেছিল, উল্লেখিত বিবাদীগন দেশীয় অস্ত্র স্বস্ত্র নিয়া তাহার চলার পথ রোধ করিয়া ঘিরিয়া ধরে এবং মারপিট শুরু করে ১। নং বিবাদী জহুরুলের হাতে থাকা ধারাল ছ্যান দা দিয়া আহত বাবু শেখের মাথার বাম পাশে কোপ মারিয়া মারাত্মক গুরুত্বর রক্তাক্ত কাটা জখম করে । ২। নং বিবাদী রুহুলের থাকা লোহার রড দিয়া আহত বাবু শেখের হাতের ডেনায় আঘাত করিয়া হাড় ভাঙ্গা জখম করে ।
ঐ সময় আহত বাবু শেখ পাকা রাস্ত্র উপর পরিয়া গেলে অন্যান্য সকল বিবাদীগন তাহাদের হাতে থাকা লাঠি সোটা ও ধারাল অস্ত্র দ্বারা এলোপাথারি ভাবে পিটাইয়া তাহার দুই পা , পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে ।৫ নং বিবাদী জুয়েল ঐ সময় আহত বাবু শেখের পকেট থেকে নগদ টাকা নিজের ব্যবহৃত স্বর্নের চেইন ও মোবাইল ফোন নিয়ে নেয় । আহত বাবু শেখের ডাক চিৎকারে আশেপাশের লোকজন জড় হলে আহত বাবু শেখকে উদ্ধার করে ও হাসপাতালে নিয়ে যায়।উক্ত বিবাদীগনের নামে ফরিদপুর কোতয়ালী থানায় নামে একটি অভিযোগ দায়ের করা হয়। এবং আইনের আওতায় এনে এর সুষ্ঠ বিচার দাবি করেন আহত বাবু শেখের পরিবার ও এলাকাবাসী।
Leave a Reply