শায়লা সুলতানা ঃ ফরিদপুর সাহিত্য আরুণোদয় গুণিজন সম্মাননা পেলেন কবি ইকবাল রাশেদীন তরুন, কবি ডা. সালমা শাহনেওয়াজ পারভীন, নাট্যজন হাবীব তাড়াসী। মরণোত্তর সম্মাননা পেলেন কবি আতিয়ার রহমান ও কবি অমিতাভ মীর। অন্যান্যদের মধ্যে কবি ফৌজিয়া জেসমিন, পূর্বপশ্চিম নির্বাহী সম্পাদক চঞ্চল কবীর এবং ব্যবস্থাপনা সম্পাদক উজ্জ্বল চৌধুরী শুভেচ্ছা সম্মাননা পেলো।
অনুষ্ঠানে কবি, কাজী এজাজ হাসান, ডা. সৈয়দ মজনু, কবি শোভা বিশ্বাস এবং কবি পারভীন হক এর নতুন কবিতা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। শুক্রবার ১৭ জুন ২০২২ ফরিদপুরের পিটিআই মিলনায়তনে দিনব্যাপী সাহিত্য সভার আয়োজন করে ফরিদপুরের সাহিত্য সংগঠন সাহিত্য অরুণোদয়। সহযোগিতায় ছিলো খেয়া সাংস্কৃতিক সংস্থা এবং বাতিঘর সাহিত্য পরিবার। অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোশারফ আলী, সভাপতিত্ব করেন কবি আবুল হাসান। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় কবিতা পাঠের আয়োজন।
সবশেষে পল্লীর লাঠিখেলা, নৃত্য ও গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি পরিকল্পনা ও সঞ্চালনা করেন কবি ও নাট্যজন ম. নিজাম।
Leave a Reply