নুরুল ইসলাম ঃ এলাকা সূত্রে জানা যায়, গত ৮ জুন চর মাধবদিয়া থেকে এক মাদক কারবারিকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। সূত্রে জানা যায়,জামাল সরদার একজন মাদক সেবনকারী পাশাপাশি মাদক কারবারি,দীর্ঘ দিন ধরে বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে জড়িয়ে থাকার পাশাপাশি যুব সমাজের কাছে এই ভয়ঙ্কর মাদক পোছৈ দিচ্ছে এবং ধ্বংস করে দিচ্ছে যুব সমাজকে, নির্ভর সূত্রে জানা যায়, পূর্বে জামাল সরদার এর বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে, তার মধ্যে ধূলদী ডাকাতি, খুলনা মাদক মামলা, চর মাধবদিয়া আব্দুস সালাম এর মেয়ে রুমিকে অপহরন এবং যুবলীগ নেতা পলাশকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ
এলাকায় তার বিরুদ্ধে রয়েছে নকল টাকা ছাপানো সঙ্ঘবদ্ধ চক্রের সাথে সংপৃক্ততা ও অসংখ্য অভিযোগ।সর্বশেষ কোতয়ালী থানা পুলিশ এর সাথে শারীরিক আক্রমন এর জের ধরে গত ৮ জুন একাধিক অভিযোগে অভিযুক্ত জামাল সরদারকে আটক করে কোতয়ালি থানা পুলিশ ।
Leave a Reply