নাগরিক দাবি ঃ ২ জুন বেলা ৩.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সমন জারি বিষয়ক ব্রিফে বলেন, আদালত কর্তৃক প্রেরিত এ্যারেস্ট ওয়ারেন্ট কার্যকরী করা, আদালতে মামলার সাক্ষীদের হাজির করা ও পুলিশের নিজেদের নিয়মত আদালতে সাক্ষ্য প্রদান করা পুলিশি কার্যক্রমের নিয়মিত অংশ। বর্তমান পদ্ধতিতে এই সব কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোর্ট থেকে ইস্যু হওয়ার পর কোর্ট ইন্সপেক্টর, পুলিশ অফিস, রিজার্ভ অফিস সহ কয়েকটি ধাপ পেরিয়ে (সম্পূর্নরূপে লিখিত রেজিস্টার ভিত্তিক) সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়।
এক্ষেত্রে অনেকগুলো ধাপ থাকার কারনে একটি দীর্ঘসূত্রিতা হয়।ফলে আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু করার পরে থানায় পৌঁছাতে পৌঁছাতে একটা নির্দিষ্ট সময় লেগে যাওয়ায় আসামি পলায়নের সম্ভানা থাকে। অনুরুপভাবে একজন পুলিশ স¦াক্ষীর নিকট স্বাক্ষীর সময় পৌছাতে দেরি হওয়ায় প্রস্তুুতির অভাবে পুলিশ সদস্য নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হতে ব্যর্থ হয়ে থাকেন। অনেক ক্ষেত্রে স্বাক্ষী হাজির ডেটে এর পরে স্বাক্ষীর সময় পৌছায় ফলস্ফুতিতে স্বাক্ষী পৌছাতে পারে না। সেক্ষেত্রে ডিজিটাল সিস্টেম এ আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু করার পরপরই সফটওয়্যারে এন্ট্রি দিলে প্রত্যেক অফিসারের কাছে মোবাইল অ্যাপস এ তথ্যগুলো হালনাগাদভাবে পৌছে যাবে, যার কারনে সে সাথে সাথেই ওয়ারেন্ট কার্যকরী করার জন্য ব্যবস্থা নিতে পারবে । ফলে আসামি এ্যারেস্ট আরো দ্রæততর হবে। সব ক্ষেত্রেই এই বিষয়টা নিয়ে সিনিয়র অফিসারের দ্বারা সুপারভিশনের পরিমানটা বাড়বে, যেকোন মুহূর্তে ইনস্ট্যান্ট রিয়েল টাইম আপডেট জানানো সম্ভব হ,ে ফলশ্রুতিতে বিচার প্রক্রিয়া এবং অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে এটি একটি মাইলফলক হিসাবে কাজ করবে ।
অন্য দিকে একই অ্যাপসের মাধ্যমেই আমরা আদালত থেকে প্রেরিত স্বাক্ষী সমন বাস্তবায়নের ব্যবস্থা নেব। এতে করেও খুব দ্রæততম সময়ের মধ্যেই সাক্ষী কোন কোর্টে সাক্ষী আছে সে বিষয়টা জানতে পারবে, স্ষাীর মোবাইলে একটি ম্যাসেজ চলে যাবে, ফলে নির্ধারিত তারিখে স¦াক্ষী কোর্টে স্বাক্ষী দিতে পারবেন। এতে করে মামলার রায় প্রদানের হার বেড়ে যাবে এবং মামলা ডিসপোজাল এর ক্ষেত্রে পুলিশের দিক থেকে কার্যক্রমটা দ্রæততর হবে। ডিজিটাল ওয়ারেন্ট অফ এ্যারেস্ট এন্ড সমন এক্সিকিউশন সিস্টেম (ডি.ডাবিøউ.এ.ই.এস) অ্যাপস উদ্বোধন এর ফলে এ্যারেস্ট ওয়ারেন্ট এবং স্বাক্ষীর সমন বাস্তবায়নের হার বৃদ্ধি পেলে বিচার প্রক্রিয়া দ্রæততর হবে।
অপরাধীদের শাস্তি নিশ্চিত ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে । উল্লেখ্য ডিজিটাল ওয়ারেন্ট অফ এ্যারেস্ট এন্ড সমন এক্সিকিউশন সিস্টেম (ডি.ডাবিøউ.এ.ই.এস) অ্যাপসটি উদ্বোধন করেন পুলিশ সুপার আলিমুজ্জামান, এছাড়াও এসময় উপস্থিত ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক হোসেন,সহকারী পুলিশ সুপার ও সকল সার্কেল , ৯ থানার অফিসার ইনচার্জসহ সাংবাদিক জোট এর সভাপতি হায়দার খান ও ফরিদপুর প্রথম আলোর প্রতিনিধি পান্না বালা ও সাংবাদিকবৃন্দ।
Leave a Reply