সবুজ দাস : আগামী ৩ জুন ফরিদপুর আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং ঢাকা-২১৮৭) এর ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে কোষাধাক্ষ্য পদে নোমিনেশন পত্র জমা দিয়েছেন খন্দকার মাহবুল আলম (ঝন্টু)। ১৯ শে মে বৃহস্পতিবার শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ফরিদপুর আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর নিজস্ব কার্যালয়ে কোষাধাক্ষ্য প্রার্থী খন্দকার মাহবুল আলম (ঝন্টু) এর পুত্র হিমন নির্বাচন কমিশনের নিকট নোমিনেশন পত্র জমা দেন।
জানা যায়, খন্দকার মাহবুল আলম (ঝন্টু) দীর্ঘ দিন ধরে ফরিদপুর আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর কোষাধাক্ষ্য পদে সততা ও সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় শ্রমিকদের ন্যার্য দাবি আদায়সহ সংগঠনের নিয়মানুযায়ী শ্রমিকদের সকল দাবি পুরনের লক্ষ নিয়ে কোষাধাক্ষ্য পদে নোমিনেশন পত্র জমা দিয়েছেন তিনি। একই সাথে আগামী ৩ জুন ফরিদপুর আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর ত্রি-বার্ষিক নির্বাচনে কোষাধাক্ষ্য পদে জয়যুক্ত করে ন্যার্য দাবি আদায়সহ শ্রমিকদের সকল দাবি পুরনের জন্য দোয়া ও সমর্থন কামনা করেছেন খন্দকার মাহবুল আলম (ঝন্টু)।
উল্লেখ্য ২০২২-২০২৫ এর মোট ৩ বছর মেয়াদী ফরিদপুর আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর নির্বাচন আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন জুবায়ের জাকির এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শেখ ফয়েজ আহম্মেদ। এদিকে নির্বাচনকে ঘিরে কোষাধাক্ষ্য প্রার্থী খন্দকার মাহবুল আলম (ঝন্টু) এর সমর্থকদের মাঝে ব্যাপক উল্লাসের ছায়া লক্ষ করা গেছে।
Leave a Reply