সবুজ দাস : বিপুল পরিমান ইয়াবাসহ ফরিদপুরের অন্যতম মাদক ব্যবসায়ী খায়রুজ্জামান খাজা ও তার এক সহযোগিকে আটক করেছে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা সংস্থার অফিসার-ইনচার্জ এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম ১৫ ই এপ্রিল শুক্রবার রাত আনুমানিক দেড় টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটিকানাইপুর দেওয়ান বাড়ী মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের নিকট হতে ৬৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জানা যায় খায়রুজ্জামান খাজা (৩৮) ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটিকানাইপুর গ্রামের মৃত হানিফ মাতুব্বর এর পুত্র।
আটককৃত অন্য সহযোগি সোহেল মাতুব্বর (২৭) একই ইউনিয়নের লক্ষীপুর গ্রামের জামাল মাতুব্বর এর পুত্র। তারা দীর্ঘ দিন যাবত পুলিশের চোঁখকে ফাঁকি দিয়ে ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে মাদক দ্রবের রমরমা ব্যবসা চালিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় পুলিশের মাদক বিরোধী জিরো টলারেন্স নীতিকে বাস্তবায়নের অংশ হিসেবে কুখ্যত এই মাদক ব্যবসায়ী খাজাসহ তার এক সহযোগিকে আটক করা হয়। এই সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১০(ক)/৪০ ধারায় এসআই মোঃ ভাস্কর কুন্ডু বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন যার নং-৫৩ (জি আর নং-৩২৪/২০২২) তারিখ ১৬/০৪/২০২২খ্রিঃ।
এদিকে খায়রুজ্জামান খাজা পুলিশের হাতে আটক হওয়ায় এলাকাবাসীর মাঝে স:স্থি ফিরে এসেছে। তারা জানান, মাদক ব্যবসায়ী খাজা দীর্ঘ দিন ধরেই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করে আসছিলো। তবে সন্ত্রাসী কার্যকলাপের অন্যতম উৎস ছিলো তার মাদকের রমরমা ব্যবসা। বর্তমানে আওয়ামীলীগের এক শীর্ষ নেতার আস্ফালনে মাদক ব্যবসায়ী খাজা রাতারাতী তার চেহারার আমুল পরিবর্তন আনে। একই সাথে শুরু করে নতুন পথে মাদকের রমরমা ব্যবসা। তবে পুলিশের কঠোর তদারকির ফলে উক্ত মাদক ব্যবসায়ী পুলিশের জালে বন্দি হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।
Leave a Reply