স্টাফ রিপোর্টার : ফরিদপুর পৌরসভায় মেয়র অমিতাভ বোস এর আহবানে গতকাল বৃহস্পতিবার এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেয়র অমিতাভ বোস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শিল্পপতি শামীম হক।
উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ও ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামিম, ২ নং ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমান কুদ্দুসসহ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও মহিলা ওয়ার্ড কাউন্সিলরবৃন্দসহ পৌসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা আসন্ন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সস্মেলনকে কেন্দ্র করে জননেত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দুর্দিনে মাঠে কাজ করা প্রকৃত আওয়ামী রাজনীতিবিদদের হতেই নেতৃত্ব আসার প্রত্যয় ব্যাক্ত করেন।
এ সময় বঙ্গবন্ধুর আদর্শে গড়া লড়াই সংগ্রামের সাহসী সৈনিক বিশিষ্ট সমাজসেবক শামীম হককে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও ৯০ এর স্বৈরাচার বিরোধী পৌর পিতা অমিতাভবোসকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা দেওয়ার দাবি জানান উপস্থিতগণ। আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ফরিদপুর তথা দেশ বাসির শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
Leave a Reply