নিজস্ব প্রতিনিধি ঃ ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে চরগেনদিয়া গ্রামে রওশন মোল্যা, কৃষকদের ফসলী জমি বিনষ্ট করে বেকু লাগিয়ে মাটি কেটে উক্ত মাটি বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষি জমি রক্ষায় ক্ষতিগ্রস্থ জমির মালিক আব্দুল করিম সরদার গত ১১ এপ্রিল সোমবার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, করিম সরদারের বাড়ির সামনে ইরি ধানের বøকসহ ৩ ফসলের আবাদী জমি বিনষ্ট করে মাটি কেটে বিক্রয় করছে রওশন মোল্লা।
এতে করে তার জমিসহ আশেপাশের কৃষিজমিগুলো অচিরেই হুমকির মুখে পরছে। এ ছাড়াও ভবিষ্যতে তার জমি সহ আশেপাশের জমিগুলো যে কোন মুহুর্তে বিলীন হয়ে যেতে পাওে বলে আশংকা করছেন। এ বিষয়ে ক্ষতিগ্রহস্থ কৃষি জমির মালিক করিম সরদার, রাজিব সরদার, জাফর সরদার, মেম্বার টুটুল সরদার সহ একাধিক কৃষি জমির মালিক জানান রওশন নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের কৃষি জমির পাশ হতে বেকু লাগিয়ে মাটি কেটে তা অন্য যায়গায় বিক্রি করছে।
বর্ষার মৌসুমে উল্লেখিত ৭নং ওয়ার্ডের পাকা রাস্তার পাশে কৃষি জমি পুকুর খনন করে যদি বাউন্ডারী করে চারদিকে আটকায়ে দেয় তবে অত্র এলাকার কৃষকদের কৃষি জমি বৃষ্টি বা বন্যার পানিতে তলিয়ে যাবে এবং অত্র এলাকার শত শত কৃষি জমি ক্ষতিগ্রস্থ হবে। তারা অভিযোগ করে জানান, রওশন কে এ বিষয়ে একাধীক বার বলা হলেও তিনি তাদের কথা তোয়াক্কা না করেই মাটি কাটার কার্যক্রম চলমান রেখেছে। তাই কৃষকদের জীবিকা নির্বাহের জন্য উক্ত কৃষি জমিগুলো রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগিরা। এ বিষয়ে জানার জন্য রওশন শেখ এর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।
Leave a Reply