ইব্রাহিম হোসাইন : আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ফরিদপুরের মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কর শ্রেষ্ঠ সার্কেল এএসপি (সহকারী পুলিশ সুপার) হিসাবে নির্বাচিত হয়েছেন। বুধবার (৬ এপ্রিল) বিকেলে ফরিদপুর জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন করকে এই সম্মাননা দেয়া হয়। ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান কাজের স্বীকৃতি স্বরূপ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন ৩৫ তম বিসিএস এর পুলিশের এই চৌকষ কর্মকর্তাকে।
জানা যায়, মধুখালী সার্কেলের তিন থানা (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, সম্পত্তি সংক্রান্ত অপরাধের রহস্য উদঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও অন্যান্য কৃতিত্বের জন্য সহকারী পুলিশ সুপার সুমন করকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয় এবং সম্মাননা দেয়া হয়। এ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার সুমন কর বলেন, “পুরস্কার পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণকে আমি কি ধরনের সেবা দিতে পেরেছি। তিনি বলেন পুলিশের দ্বার সকলের জন্য উন্মক্ত।
আমার আওতাধীন প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ডিউটিরত সকল অফিসারকে সাধারন মানুষের যে কোন অভিযোগ অত্যন্ত আন্তরিকতার সহিত আমলে নেওয়ার নির্দেশনা দিয়েছি”। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার জন্য তিনি সবার কাছে সহযোগিতা কামনা করেছেন। এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারি পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন পুলিশের এই আন্তুরিক, মেধাবী ও চৌকষ কর্মকর্তা সুমন কর।
Leave a Reply