আঃওহাব মোল্যাঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পাইলট হাই স্কুল মাঠে বুধবার দুপুর ১২ টায় প্রানি সম্পদ প্রদর্শনী-২০২২ইং সম্পন্ন হয়েছে। উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ডেইরী উন্নয়ন প্রকল্পর উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দিবস রঞ্জন বাকচী।
মেলায় আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী ও খামার মালিক সুদিপ্ত ভট্টাচার্য্য প্রমূখ। জানা যায়, এ মেলায় মোট ৪০টি স্টল বসানো হয়।
এসব ষ্টলের মধ্যে গাভী, ষাড় ছাগল, ঘোড়া, হাস, মুরগী, কবুতর ও বিভিন্ন প্রকার ভেটেনারী ঔষধ প্রদর্শন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Leave a Reply