শহর প্রতিনিধি : জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কে.এম. আযম খসরুর বিরুদ্ধে, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কর্তৃক ফেসবুকে মিথ্যা প্রচার ও দল থেকে তাকে বহিষ্কার করার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা করেছে ফরিদপুর জেলা শ্রমিকলীগ। এ উপলক্ষে ২৬ শে জানুয়ারী বুধবার বিকালে জেলা শাখার নেতৃবৃন্দের আয়োজনে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক গোলাম মোঃ নাছির, সদস্য সচিব মোঃ ইমান আলী মোল্যা, যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মমিন, কেতোয়ালি থানা শাখার আহবায়ক শেখ সেলিম, সদস্য সচিব মিঠু মিয়াসহ শ্রমিক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম কুতুব কর্তৃক কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কে. এম. আজম খসরুকে অবৈধভাবে দল থেকে বহিষ্কার ও তার বিরুদ্ধে মিথ্যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপবাদ দিয়ে নানা সময়ে তার ভাবমূর্তি ক্ষুন্ন করা এবং মিথ্যা দলীয় প্রভাব বিস্তারের যে অভিযোগ প্রচার করে আসছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে দল থেকে বহিষ্কারসহ ষড়যন্ত্র কারীর উপযুক্ত শাস্তির দাবী করেন জাতীয় শ্রমিকলীগ ফরিদপুর জেলা শাখা।
Leave a Reply