কানাইপুর প্রতিনিধিঃফরিদপুর সদর উপজেলায় কানাইপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত ঘর প্রদর্শন করেন জেলা প্রশাসক অতুল সরকার।(১০ জানুয়ারি) সোমবার দুপুরে ইউনিয়নের ইব্রাহিমদী এলাকায় এ নির্মিত নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সুবিধাভোগী পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।এছাড়াও নির্মিত বসত ঘরের পরিবেশ সৌন্দর্যের জন্য দুই সুবিধাভোগী বসতি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময় জেলা প্রশাসক হতদরিদ্র পরিবারের সদস্যদের স্বাবলম্বী হতে বলেন। ছেলেমেয়েদের পড়াশোনা করাতে বলেন। বসতবাড়ির পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বলেন। ছোট ছেলেমেয়েদের যেন পড়াশোনা বন্ধ করে কাজে না পাঠায় সে ব্যাপারে নির্দেশনা দেন। মহিলাদের কাজের পাশাপাশি যে যে ধরনের কাজে আগ্রহী তাকে সে কাজের উপর যুব উন্নয়ন বা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে বলেন।
এরপরে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের মুরারীদহ এলাকার কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।এ সময় জেলা প্রশাসক বলেন স্বাস্থ্য বিষয়ে এখানে প্রাথমিক যে যে সেবা দেয়া হয় ও গর্ভবতী মহিলাদের বাচ্চা প্রসবের জন্য যা যা প্রয়োজন সে নির্দেশনা দিতে যথাযথ দ্বায়িত্ব পালনের কথা বলেন। যোগাযোগের জন্য রুমের বাইরে ও ভিতরে মোবাইল নম্বরসহ সেবার তালিকা টানানোর জন্য বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নুরুন্নাহার বেগম, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, শহীদ দিনেশ সিকদার বিদ্যাপিঠ এর পরিচালক সুবির সিকদার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ ফজলুল হক, মুরারীদহ কমিউনিটি ক্লিনিকে দ্বায়িত্বে সিএইচ সিপি মোঃ রেজাউল করিম মোল্লা কৈজুরী-১, স্বাস্থ্য সহকারী শিরিনা আক্তার, পরিবার কল্যাণ সহকারী বেবি আক্তারী প্রমূখ।
Leave a Reply