আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা বারাংকুলা বাজার থেকে গত ২৯ ডিসেম্বর সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় মোঃ রনি মোল্লা ও মোঃ সোহেল মোল্লা নামে দুইটি ছেলে হারিয়ে গেছে। এদের মধ্যে মোঃ রনি মোল্লা (১১) পিতাঃ বাদশা মোল্লা (৫০) তার উচ্চতা ৪ফুট চোখের রং কালো,মাথায় কালো চুল,পরনে নীল রংএর গেঞ্জি পরনে জিন্সের হাপ প্যান্ট।
অপরজন, মোঃ সোহেল মোল্লা পিতাঃহারুন মোল্লা বয়স ১১বছর উজ্জ্বল শ্যামবর্ণ,উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি চোখের রং কালো গায়ের রং কালো এবং নম্বা,পরনে সাদা রংএর গেঞ্জি ও কালো ফুলপ্যান্ট ছিল। তাদের হারানো সংক্রান্তে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায় (৩১ ডিসেম্বর ২০২১) একটি জিডি করা হয়েছে। জিডি নম্বর- ১১২০ কোন সহৃদয়বান ব্যক্তি তাদের সন্ধান জেনে থাকলে মোঃ বাদশা মোল্লা (০১৭৯৬৪৬৩৫৬৯) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
Leave a Reply