শহর প্রতিনিধি : ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে ফরিদপুর জেলা আইনজীবী ভবনের সামনে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার ভোটাধিকার হরণ করার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. জসিম উদ্দিন সহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন বর্তমান অবৈধ সরকার রাতের অন্ধকারে ভোট ডাকাতির মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতায় আসীন হয়েছে। এই অবৈধ সরকারকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে উৎখাত করতে হবে। তারা এ সময় বিএনপির সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার ব্যাবস্থা ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় গণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন।
Leave a Reply