সদরপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফয়সালের সভাপতিতত্বে শিশুদের মুখে ভিটামিন এ ক্যাপসুল মুখে দিয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধণ করেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
উদ্বোধকালে ডাঃ মোঃ ফরিদ আহম্মেদ, ডাঃ লাইজু, ডাঃ সোমা ইসলামসহ অন্যান্য চিকিৎসকগন উপস্থিত ছিলেন। হাসপাতাল সুত্রে জানা যায়, এ বছর ৬-১১ মাস বয়সী ৩৩৩২ জনকে ১টি নীল এবং ১২থেকে ৫৯ মাস বয়সী ২২২২০ জন কে ১টি করে লাল রংয়ের মোট ২৫৫৫২ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার ৯টি ইউনিয়নে ২১৭টি স্বাস্থ্যকেন্দ্রে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply