শহর প্রতিনিধি : শামীম হক ফ্যান ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মধ্যে মাস্ক বিতরণ কর্মসূচি বুধবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম নিলু, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মসিউর রহমান খোকন, শামীম হক ক্লাবের ক্লাবের মডারেটর ফারুক হোসেন, মাহমুদা রেহেনা, মনিরুজ্জামান মাসুদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন বিগত দিনের মতো এ বছরও মহামারী করোনা মোকাবেলায় শামীম হক ফ্যান ক্লাবের গুরুত্বপূর্ণ অবদান থাকবে। পরে সাংবাদিকদের মধ্যে মাস্ক পরিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়া ফরিদপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের জন্য ১০ প্যাকেট সার্জিক্যাল মাক্স বিতরণ করা হয়। এসময় ফরিদপুরের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শামীম হক ফ্যান ক্লাবের মডারেটর রিজন মোল্লা, মেহেদি মিনার সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply