সবুজ দাস : ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত পরিষদ এবং টিএলসিসির সকল সদস্য ও পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের উপস্থিতিতে নতুন পরিষদের প্রথম নগর সমন্বয় কমিটি টিএলসিসির ৫২ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ শে মার্চ পৌরসভার মিলানায়তনে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় পৌর মেয়র অমিতাভ বোস এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা শাজাহান মিয়া, পৌর সচিব তানজিলুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, প্যাণেল মেয়র ১ মনির হোসেন, প্যাণেল মেয়র ২ মতিউর রহমান শামীম, মহিলা প্যাণেল ৩ টুটু, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মো: নাছির, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম মোল্লা, ডায়াবেটিকস হাসপাতালের সাধারন সম্পাদক জাহাঙ্গির হোসেন টিটু, মুসলিশন এর সভাপতি আব্দুস সামাদ, আসমা আক্তার মুক্তা, সভাপতি সহ সকল কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা ও টিএলসিসির সদস্যগণ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় বিভিন্ন কাউন্সিলরগণ তাদের দাবি তুলে ধরেন পৌর মেয়র এর নিকট। এ সময় গোলাম মো: নাছির ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড় এর নাম পরিবর্তন করে মুক্তিযোদ্ধা চত্তর নাম করার দাবি এবং একটি ওভার ব্রিজ তৈরি করার অনুরোধ করেন। সকল কাউন্সিলর এর দাবি মোতাবেক ইতিমধ্যে অনেকগুলো কাজ চলমান ও পর্যায়ক্রমে সকলের দাবি পুরন করা হবে বলে পৌর মেয়র অমিতাভ বোস সকলকে আশ্বস্ত করেন।
এ সময় মেয়র তার বক্তব্যে বলেন পৌর সভার সার্বিক উন্নয়নে সম্মানিত টিএলসিসির সদস্যগণের কোন বিকল্প নেই। সভায় মেয়র বলেন ইতিমধ্যে কাউন্সিলরদের সমন্বয়ে এক জরুরী মিটিংয়ে ফরিদপুর পৌর অডিটোরিয়াম এর নাম বাতিল করে বৗর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব এর নামে নাম করণ করা হয়েছে এবং পৌর সভার ১ সং সড়কটি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর সাথে আগড় তলার মামলার ৫ নং আসামী সেক্টর কমান্ডার নুর মো:ক্যাপটেন বাবুল এর নামে নামকরণ করা হয়েছে। আগামীতে বিভিন্ন রাস্তার নাম এ ধরনের ক্ষ্যাতিমান ব্যাক্তির নামে নামকরণ করার পরিকল্পনা রয়েছে বলে সভায় মেয়র জানান।
এ সময় অত্যন্ত দু:খের সাথে তিনি বলেন ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন রাস্তার পাশ দিয়ে জেলা প্রশাসক কর্তৃক লিজ দেওয়া হয়েছে। এসব অপরিকল্পিত লিজ দেওয়ায় ফলে আনাচে কানাচে দোকান পাট তৈরিতে শহরের পািরবেশ হুমকির মুখে ফেলে দিয়েছে। খুব তাড়াতারিই এর নিস্তার চেয়ে ফরিদপুর জেলা প্রশাসক বরাবর আবেদন করা হবে।
এ ছাড়াও জেলা খানার বাউন্ডারি থেকে শুরু করে সেটেলমেন্ট অফিসের সামনে দিয়ে শিশু একাডেমি পর্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন একটি পার্ক করার পরিকল্পনা আছে বলে তিনি সভার উপস্থিত সকলকে জানান। সর্বোপরি সকলের সহযোগিতা কামনা করে ফরিদপুর পৌরবাসির শতভাগ সুবধা নিশ্চিত করতে নানা ধরনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে বলে ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস জানান।
Leave a Reply