আজিজুর রহমান দুলালঃ আজ ঐতিহাসিক ৭ই মার্চ। সারা দেশের ন্যায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত পালিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের এই দিনে রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।
ভাষণের দিনটি এবার প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়েছে।২০১৭ সালে বঙ্গবন্ধুর এই ভাষণকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। জাতীয় দিবস উপলক্ষে আজ রবিবার সরকারিভাবে কেন্দ্রীয় অনুষ্ঠানসহ সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এ ছাড়া ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি নিয়েছে। এ উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহিদুর হাসান জাহিদ বলেন,জাতির পিতার ৭ই মার্চের ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ। এটিই একমাত্র ভাষণ, যে ভাষণটি পৃথিবীর বিশ্বসেরা ভাষণ নিয়ে লেখা গ্রন্থে এই ভাষণ স্থান পেয়েছে। যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি বলেন, জাতির পিতার ৭ই মার্চের ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ।অসংখ্য ভাষায় বঙ্গবন্ধুর এই ভাষণটি অনুমোদিত হয়েছে। এটা গোটা দেশ ও জাতির জন্য অত্যন্ত গর্বের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসাবে ঘোষণা করেছেন।
আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফার বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দল-মত-নির্বিশেষে সকলকে নিজ-নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান।এ সময় আলফাডাঙ্গা উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
৭ই মার্চ উপলক্ষে সকাল ৭টায় আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু স্মৃতি জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সকাল ৮ টায় ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে থানার সামনে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়।
Leave a Reply