মানিক দাস : ফরিদপুর শহরের গূহ লক্ষীপুর অনুষ্ঠিত আব্দুল হক স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বেস্ট পার্টনার দল।প্রতিযোগিতায় রানারআপ হয়েছে তাজবীর এন্টারপ্রাইজ।
আজ রাতে অনুষ্ঠিত ফাইনালে বিজয়ী দল ২-০সেটে (১৫/৬,১৫/৮) পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। তবে দল চ্যাম্পিয়ন হলেও আনুষ্ঠানিকভাবে ট্রফি বিতরণ পরবর্তীতে করা হবে বলে কমিটি সূত্রে জানা গেছে। টুর্নামেন্টের আয়োজন ছিল গুহ লক্ষ্মীপুর যুবসমাজ। টুনামেন্ট পরিচালনা করেন মরহুমের ছেলে সাইফুল ইসলাম রিপন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন পিয়াল, লালন, রনি, সাগর ও সম্রাট। (বিজয়ী দলের ছবি)
Leave a Reply