সবুজ দাস : বিশ্ব এইডস দিবস উপলক্ষে ফরিদপুর জেলা স্বাস্থ্য বিভাগ ও এনজিও সমূহের উদ্যোগে মঙ্গলবার বেলা ১০ টায় সদর হাসপাতালের সামনে বিশ্ব এইডস দিবস পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সিভিল সার্জন সিদ্দিকুর রহমান, বিএমএর সভাপতি অসীম জাহাঙ্গীর চৌধুরী টিটু, বাউল ফকির আজ মল সাহ প্রমূখ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সিভিল সার্জন সিদ্দিকুর রহমান এইডস প্রতিরোধে সর্বস্তরের জনগণের সচেতনতা এর উপর জোর দেন। তিনি বলেন, সারা বিশ্বেই এইডস নিয়ে ভুক্তভোগী মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আতঙ্কের মাঝে বিরাজ করছে। মুলত হিউম্যান ইমিউনোডেফিসিয়েনসি ভাইরাস (এইচআইভি) এই রোগের জীবাণু। তবে রোগটি নিয়ে মানুষের মাঝে ভিতি সৃষ্টি হলেও সচেতনার অবলম্বন করলে রোগটি প্রতিরোযোগ্য। অনেকেই আছে যারা এই ভয়ংঙ্কর রোগ সম্পর্কে অবগত নয়। আতঙ্কিত এই ভাইরাসকে প্রতিরোধ করতে হলে অবশ্যই এই রোগের ঝুঁকির মাত্রা সম্পর্কে সঠিক জ্ঞান ও ধারণা থাকা বাঞ্চনীয়।
সেই সাথে শিক্ষা, সচেতনতা, মানুষের চিন্তা ও আচরণের পরিবর্তন করতে হবে। বিশেষ করে মাদক মাদক পরিহার করতে হবে। কারন এই রোগের ছোবলে পরার অন্যতম কারন হলো মাদক এবং যৌন লালসা। তাই এই রোগকে প্রতিরোধ করতে হলে অবশ্যই মাদক এবং অতিরিক্ত যৌন লালসা পরিহার করতে হবে। সেই সাথে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ গ্রহন করতে হবে। এসময় বিভিন্ন এনজিও সংগঠনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply