সদরপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে ইলিশ প্রজনণ সময়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৬জেলেকে ১০দিন ও ১জেলেকে ১বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে ১লক্ষ ১০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
মঙ্গল ও বুধবার ভোররাতে পদ্মা- আড়িয়াল খাঁ নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলার সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল। অভিযান শেষে আদালতে অসাধু জেলেদের এই সাজা দেওয়া হয়। কারাদন্ডপ্রাপ্তরা উপজেলার চরনাছিরপুর, দিয়ারা ইউনিয়নের বাসিন্দা। দন্ড শেষে তাদের ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গল ও বুধবার ভোররাতে নদীতে অভিযান চালানো হয়। অভিযানে ইলিশ ধরার সময় এসব জেলেদের আটক করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন,সদরপুর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভীর আখতার। অভিযানে সহযোগিতা করেন সদরপুর থানা পুলিশ। অভিযান থেকে ফিরে চন্দ্রপাড়া ট্রলারঘাটে অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
Leave a Reply